প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী

কার্তিক ঘোষ স্টাফ রিপোর্টার ঃ

ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালীতে নেতাকর্মীদের ঢল।

আজ সোমবার  (২৭অক্টোবর) বিকেলে ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রায় ২৫ থেকে ৩০ হাজার নেতা কর্মী জমায়েত  হয়।পরে সেখান থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা নিয়ে ধামরাই পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  ঢুলিভিটা বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শোভাযাত্রাটি শেষ হয়।

ঢাকা জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সমাবেশে নেতারা বলেন, সংগঠের ৪৭ বছরে অনেক বাধা আসলেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। এই সংগ্রাম চলবে। নতুন প্রজন্মের গণতান্ত্রিক মৃল্যেবোধের জন্য কাজ করবে যুবদল। সেই সাথে আগামী নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করতে সকল যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও অঙ্গীকার করেন নেতারা ও কর্মীরা 

 এই সময় বর্ণাঢ্য শোভাযাত্রা র‍্যালীতে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা যুবদলের সভাপতি মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ইবাদুল ইসলাম জাহিদ, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইসতিয়াক আহম্মেদ ফারুক, সাবেক যুবদল নেতা মোঃ ওবায়দুর রহমান আলাল সহ প্রমুখ। এই সময় ব্যানার ফেষ্টুন আর শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়