এম এ কাজী আজিম -ফেনী জেলা প্রতিনিধি :
বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমীর আল্লামা মামুনুল হক মনোনীত ফেনী-১ (ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা নাজমুল আলম সাহেবের সমর্থনে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত হয় এক জাঁকজমকপূর্ণ হোন্ডা শোডাউন।
শোডাউন শেষে ছাগলনাইয়া জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সভা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাগলনাইয়া পৌর শাখার সভাপতি মাওলানা আবু মুসা, এবং সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মাওলানা আবুল বশর।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আফজালুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, সাবেক জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন, জেলা সেক্রেটারি ক্বারী আবু বকর ছিদ্দিক এবং ছাগলনাইয়া উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হাসেম ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আমীর হোসাইন, সহ-সভাপতি মুফতি আব্দুর রহমান, ফেনী সদর উপজেলা সভাপতি মাওলানা ইয়াছিন, দাগনভূঁইয়া উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হক, পরশুরাম উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হাই, ফুলগাজী উপজেলা সভাপতি ইউসুফ দৌলতপুরী, এবং খেলাফত ছাত্র মজলিসের জেলা নেতা আলা উদ্দিন।
বক্তারা বলেন দেশে ইসলামভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ন্যায়-ভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে খেলাফত মজলিস মাঠে রয়েছে।
তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা নাজমুল আলম সাহেবের পক্ষে ঐক্যবদ্ধ প্রচারণা চালানোর আহ্বান জানান।