আলাউদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা নগরীর প্রধান সড়কগুলোতে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে নগরীর কান্দিরপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) রাকিব আহমেদ।
তিনি ফোর্সসহ মাঠে নামেন এবং পুলিশের অতিরিক্ত ২০-৩০ জন সদস্যকে নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করেন। কুমিল্লা জেলার পুলিশ সুপার নাজির আহমেদ খান এর নির্দেশনায় এই অভিযানটি পরিচালিত হয়।
আইসি রাকিব আহমেদ বলেন,
“ফুটপাত দখল করে রাখায় সাধারণ মানুষ বাধ্য হয়ে রাস্তায় হাঁটতে হয়, যার ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। নগরবাসীর স্বস্তি ফেরাতে আমরা এই অভিযান চালাচ্ছি এবং এটি অব্যাহত থাকবে।”
স্থানীয় সুশীল সমাজ, সমাজবিজ্ঞানী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, ফুটপাত দখলমুক্ত হলে সাধারণ জনগণের চলাচল নির্বিঘ্ন হবে, যানজট কমবে এবং নগরীতে শৃঙ্খলা ফিরে আসবে।
অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা বলেন,
“আমরা চাই সাধারণ মানুষ শান্তিতে চলাচল করুক। কিন্তু ফুটপাত দখল থাকায় তারা বাধ্য হয়ে রাস্তায় হাঁটেন— এতে শুধু ভোগান্তি নয়, দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।”
কুমিল্লা নগরীর এই ফুটপাত উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানায় পুলিশ।