রাকিব ইদ্রিস
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর উৎসবের আমেজে ভরে ওঠে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরে অবস্থিত ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উচ্ছ্বাসে মুখর পরিবেশ সৃষ্টি হয়।
ফলাফলের আনন্দে শিক্ষার্থীরা একে অপরকে জড়িয়ে ধরে উল্লাসে মেতে ওঠেন। ঢোলের তালে তালে শিক্ষার্থীরা নাচে, গানে ও স্লোগানে মুখর করে তোলে পুরো প্রাঙ্গণ। সন্তানদের এমন আনন্দ-উল্লাসে আপ্লুত হয়ে পড়েন অভিভাবকরাও।
শুধু শিক্ষার্থী নয়, আনন্দে পিছিয়ে ছিলেন না শিক্ষক ও কর্মকর্তারাও। খোলা মাঠে শিক্ষার্থীদের সঙ্গে ঢোল বাজিয়ে এবং স্লোগান দিয়ে উচ্ছ্বাস ভাগ করে নেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল ইসলাম। তার সঙ্গে যোগ দেন অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এ বছর রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১,৬৯৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ১,৬৯২ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৯৯.৯৪ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১,২১৮ জন পেয়েছেন জিপিএ-৫।
বিজ্ঞান বিভাগে ১,১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১,১৩২ জন পাস করেছে, যার মধ্যে ৯৬৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। ব্যবসায় শিক্ষা বিভাগের ৪২৬ জন পরীক্ষার্থী সবাই পাস করেছে, এদের মধ্যে ১৮৬ জন পেয়েছে জিপিএ-৫। মানবিক বিভাগের ১৩৪ জন পরীক্ষার্থীও শতভাগ পাস করেছে, এর মধ্যে ৬৯ জন পেয়েছে সর্বোচ্চ জিপিএ।
ফলাফল ঘোষণার পর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল ইসলাম। তিনি বলেন,
“এ বছর আমাদের পাশের হার ৯৯.৯৪ শতাংশ। শিক্ষার্থীদের অসাধারণ এই সাফল্য শিক্ষক-শিক্ষিকাদের নিবেদন, শিক্ষার্থীদের পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফসল। আমরা শুধু ভালো ফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে কাজ করছি।”
অনুষ্ঠানের শেষে অধ্যক্ষ সফল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।