প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘিওর উপজেলা ইউনিট কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সুমন আহম্মেদ 

মানিকগঞ্জ ঘিওর উপজেলা ইউনিট কমান্ডের উদ্যোগে  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমিটিকে সংবর্ধনা এবং মুক্তিযোদ্ধা সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

১৬ ই অক্টোবর ২০২৫ ইং বৃহস্পতিবার সকাল ১১ টায় ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এ সমাবেশে নবগঠিত কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মেজবাহ্ উদ্দিন খান সভাপতিত্ব করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট আব্দুল আলিম মনোয়ার, সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক জেলা বিএনপির মানিকগঞ্জ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য এবং মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা তুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডক্টর হায়দার আলী মিয়া সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক, জেলা ইউনিটের আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শরফুউদ্দিন আহমেদ নুরু, সদর উপজেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেন,
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কোহিনুর মিয়া, 
মীর মানিকুজ্জামান মানিক, সভাপতি ঘিওর উপজেলা বিএনপি, মোহাম্মদ সিরাজুল ইসলাম সভাপতি দৌলতপুর উপজেলা, বিএনপি,অ্যাডভোকেট আবু কাওসার রেজা, সহ-সভাপতি দৌলতপুর থানা বিএনপি এবং অন্যান্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়