মো:ওসমান গনী:শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জে প্রশাসনে নতুন প্রাণের সঞ্চার ঘটলো। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দায়িত্বভার গ্রহণ করলেন নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) ফারহানা ফেরদৌস শিউলী।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় শিবগঞ্জ উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দায়িত্ব গ্রহণ শেষে ফারহানা ফেরদৌস শিউলী বলেন,
জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসনের সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”
নবাগত সহকারী কমিশনারের যোগদানে প্রশাসনে এক নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।