হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে লাকসামে এক মতবিনিময় সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৩টায় লাকসাম পৌরসভার গ্রীন ক্যাসেল রেস্টুরেন্টের হল রুমে এ সভার আয়োজন করা হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ করে।
আসাদুজ্জামান ভুট্টোর উদ্যোগে উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি ও কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক টিপু চৌধুরী, কনটেন্ট ক্রিয়েটর ইসরাত জাহান মিতু এবং কুমিল্লা বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সংগঠক ফখরুল ইসলাম মিঠু।
বক্তারা কুমিল্লা বিভাগ ঘোষণার যৌক্তিকতা তুলে ধরে বলেন, প্রশাসনিক দক্ষতা ও জনসেবার মানোন্নয়নে কুমিল্লাকে আলাদা বিভাগ করা সময়ের দাবি। তারা বলেন, কুমিল্লা ঐতিহ্য, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে একটি পূর্ণাঙ্গ অঞ্চল, যা নিজস্ব প্রশাসনিক কাঠামোর মাধ্যমে আরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবে। সভায় বক্তারা কুমিল্লাকে বিভাগ ঘোষণার আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান এবং এ বিষয়ে সর্বস্তরের মানুষের ঐক্য গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
এসময় লাকসামের স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী, তরুণ প্রজন্মের প্রতিনিধি, কন্টেন্ট ক্রিয়েটর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।