প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির সূচনা — ভাঙ্গার দেওড়া স্কুলে সম্পন্ন শিক্ষার্থীদের টিকা কার্যক্রম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:সানোয়ার হোসেন।

টাইফয়েড জ্বর ও এর ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষার লক্ষ্যে সারাদেশে শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি। এরই অংশ হিসেবে ফরিদপুর জেলায় ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে এ কার্যক্রম, যা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

জেলার ১ থেকে ১৫ বছর বয়সী মোট ৫ লাখ ২৭ হাজার ৯৮৮ জন শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর অংশ হিসেবে বুধবার (১৬ অক্টোবর) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যকর্মীরা টিকা প্রদান করেন।

কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস মাতুব্বর, শিক্ষক ওয়াহিদ চোকদার, শিক্ষিকা নাছিমা আক্তার, শিক্ষক খন্দকার বিপ্লব, মোঃ ইব্রাহিম, মোঃ সোহাগ বেপারী এবং সুমন চন্দ্র সাহা।

প্রধান শিক্ষক জুলহাস মাতুব্বর বলেন,> “টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা মূলত দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। টিকা নেওয়ার মাধ্যমে শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারা টাইফয়েডসহ অন্যান্য সংক্রামক রোগ থেকেও সুরক্ষিত থাকে। আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আজ টিকা দেওয়া হয়েছে। কিছু শিক্ষার্থী অসুস্থতার কারণে নিতে পারেনি, তারা সুস্থ হয়ে পরবর্তীতে টিকা গ্রহণ করবে।”

 

শিক্ষক ওয়াহিদ চোকদার বলেন,> “টিকা মানে সুরক্ষা— এটি শুধু একটি শিশুকে নয়, পুরো সমাজকে সংক্রমণ থেকে রক্ষা করে। তাই প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তানকে টিকা দিতে উৎসাহিত করা।”

 

স্বাস্থ্যকর্মী শওকত হাওলাদার বলেন,> “টাইফয়েড প্রতিরোধে টিকাদান একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ। আমরা চাই প্রতিটি শিশু সুস্থ ও নির্ভয়ে বেড়ে উঠুক। অভিভাবকদের উচিত নির্ধারিত দিনে সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসা। এই টিকা একবার নিলেই দীর্ঘ সময় টাইফয়েডের ঝুঁকি অনেকটা কমে যায়।”

 

দিনব্যাপী টিকাদান শেষে শিক্ষার্থীদের সুস্থতা ও মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়