প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁর বদলগাছীতে ব্ল্যাক বেঙ্গল না দিয়ে মিশ্র জাতের ছাগি বিতরণের অভিযোগ

মোঃ ফেরদৌস হোসেন উপজেলা প্রতিনিধি

বদলগাছী, নওগাঁ। তাং ১৬-১০-২০২৫ ইং।

 নওগাঁর বদলগাছীতে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ সরকারী পরিপত্রের নিয়মনীতিকে উপেক্ষা করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগি না দিয়ে মিশ্র জাতের ছাগি বিতরণের অভিযোগ উঠেছে। এছাড়াও ৮কেজি ওজনের ছাগির দেওয়ার কথা থাকলেও অধিকাংশ ছাগির ওজন ৮কেজির নিচে ছিল।

১৬-১০-২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বদলগাছী প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে এসব ছাগি আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়।

বাংলাদেশের “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান ও উন্নয়ন প্রকল্পের এর আওতায় সুফলভোগীদের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগি বিতরণের কথা পরিপত্রে উল্লেখ থাকলেও, বাস্তবে বিতরণ করা হয় অধিকাংশ মিশ্র জাতের ছাগি।

পরিপত্রের নিয়ম অনুযায়ী প্রতিটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুফলভোগী পরিবারের মধ্যে দুটি করে ছাগি দেওয়া হবে। যার প্রতিটি ছাগির ওজন হবে সর্বনিম্ন ৮ কেজি । এছাড়া ছাগী পালনের উপকরণ হিসেবে ৪টি করে সিমেন্টের খুঁটি, ৫টি প্লাস্টিকের মাচা ও ২টি করে টিন পাবেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রাণীর সভাপতিত্বে ছাগল ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি।
এছাড়া ও অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আহাম্মেদ, ভেটেরিনারি সার্জন নাজমুল ইসলাম, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপজেলার বাছাইকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫০টি পরিবারের মাঝে মোট ৩০০টি মিশ্র জাতের ছাগি এবং পালনের জন্য আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়।

ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগি না দিয়ে মিশ্র জাতের ছাগি বিতরণের 
ব্যপারে জানতে চাইলে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রিপা রাণী বলেন, আসলে ব্ল্যাক বেঙ্গল জাতের পিওর একদম ছাগল পাওয়া মুসকিল। তবে আমরা যেটা বিতরণ করছি অধিকাংশ ব্ল্যাক বেঙ্গল জাতের দুই একটা মিশ্র ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়