সুমন মুন্সি,জেলা প্রতিনিধি ফরিদপুরঃ
ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের মানুষের ব্যানারে বেলা সাড়ে ১১ টার স্থানীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রাচীণ জেলা ফরিদপুর নানা ঐতিহ্যে ভরপুর। ফরিদপুরের আসেপাশের জেলার মানুষেরা প্রতিনিয়ত ভুমি-স্বাস্থ্য ও শিক্ষাসহ দৈনন্দিন কাজে ফরিদপুরে আসেন সেবা গ্রহন করতে। এতদাঞ্চলের সেবার মানকে উন্নত করতে ও মানুষের দোরগোড়ায় পৌছে দিতে অবকাঠামো ও মানের উন্য়ন দরকার। সে লক্ষ্যে যত দ্রুত সম্ভব ফরিদপুর জেলাকে বিভাগ ঘোষণা করে বাস্তবায়নের দাবী জানানো জয় বিক্ষোভ সমাবেশ থেকে।
এ রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপি'র কিবরিয়া স্বপন, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরবার ইতুসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সময় বক্তব্য।