প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রামে শ্রমিক অধিকার পরিষদের প্রতিবাদ সভা ও মশাল মিছিল 

এবাদুল হোসেনঃ 
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব আব্দুর রহমান ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম নগরীর শ্রমিক সমাজ।
দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে চট্টগ্রাম মহানগর শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ সোহেল এবং সভাপতি পদপ্রার্থী নুর নবী।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রধান মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন —
জসিম উদ্দিন, উচ্চতর পরিষদ সদস্য;
লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি;
মোঃ সেলিম, সভাপতি, শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা —সহ আরও অনেকে।

বক্তারা বলেন, “একজন শ্রমিক নেতার ওপর হামলা মানে শ্রমজীবী মানুষের ওপর হামলা।”দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

শেষে মশাল মিছিল থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয় —
শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য অধিকারের আন্দোলনে হামলার রাজনীতি বন্ধ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়