মাসুম বিল্লাহঃ
দেশের উপকূলীয় অঞ্চলে মাদক বিরোধী অভিযান জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। তারই অংশ হিসেবে ভোলায় বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তারা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর সদস্যরা। আটক ব্যক্তির নাম মো. রাশেদ (২৮)। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ১১৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নৌবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাশেদকে মাদকসহ আটক করা হয়। পরবর্তীতে তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও অংশ নেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় নৌবাহিনীর দৃঢ় অবস্থানে রয়েছে।
“সমুদ্র সীমা থেকে শুরু করে অভ্যন্তরীণ জলসীমায়ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে নৌবাহিনীর অভিযান চলমান থাকবে,”