হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে কুমিল্লার লাকসামে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকালে লাকসাম পৌর শহরের প্রধান প্রধান সড়ক, বাজার ও জনবহুল স্থানে সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সহ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ খসরু, সেক্রেটারী গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু সহ পৌর ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে আবুল কালাম বলেন, “এই ৩১ দফা কেবল একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়; এটি হচ্ছে গণমানুষের মুক্তির সনদ। এর মাধ্যমে আমরা একটি সত্যিকার গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে লাকসাম হবে জেলা, আর কুমিল্লা নামেই বিভাগ থাকবে। হাসিনা সরকারের অব্যবস্থাপনা, দুঃশাসন ও দুর্নীতিতে দেশ আজ দিশেহারা। জনগণের মুক্তির একমাত্র পথ গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকা। বাংলাদেশে আইনের শাসন, প্রশাসনের জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এই রূপরেখার মূল লক্ষ্য। জনগণই দেশের মালিক— তাদের অধিকার ফিরিয়ে আনতেই বিএনপি এই আন্দোলন চালিয়ে যাচ্ছে।
লিফলেট বিতরণের সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে অভ্যর্থনা জানায় এবং বিএনপি’র ঘোষিত ৩১ দফা রূপরেখার প্রতি সমর্থন প্রকাশ করে।
স্থানীয় নেতারা জানান, এ কর্মসূচি লাকসামের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে চালানো হবে, যাতে তৃণমূল পর্যায়ের মানুষ রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ হয়।