সিনিয়র রিপোর্টারঃ
অদ্য ১৫ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, কুমিল্লা জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে মাঠ-পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার মাধ্যমে কনস্টেবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই (সশস্ত্র) এবং এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতির জন্য প্রার্থীদের শারীরিক সক্ষমতা ও দক্ষতা যাচাই করা হয়।
পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও কর্মক্ষমতা মূল্যায়নের অংশ হিসেবে আয়োজিত এ মাঠ-পরীক্ষায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
পরীক্ষা পরিচালনায় উপস্থিত ছিলেন জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুমিল্লা
জনাব শামীম কুদ্দুস ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), কুমিল্লা
জনাব পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), কুমিল্লা
জনাব আবু সাঈদ মোঃ গাওছাল আজম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ব্রাহ্মণবাড়িয়া
এবং জনাব মোঃ ফরিদুজ্জোহা, আরআই, পুলিশ লাইন্স, কুমিল্লা।
মাঠ-পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, দৌড়, বাধা অতিক্রমসহ বিভিন্ন অনুশীলনের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হয়। পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন,
“পুলিশ বাহিনীতে পদোন্নতি কেবল পদ পরিবর্তন নয়, এটি দায়িত্ব ও সেবার মান উন্নয়নের একটি ধাপ। যোগ্যতা, শৃঙ্খলা ও আন্তরিকতা দিয়ে যারা নিজেদের প্রমাণ করতে পারেন, তারাই অগ্রসর হওয়ার সুযোগ পান।”
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণকারীদের মনোবল বৃদ্ধি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
দিনব্যাপী অনুষ্ঠিত এই মাঠ-পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়, যা ভবিষ্যতে পুলিশের কর্মদক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।