জুনায়েদ কামাল - ব্যুরো চীফ
২০১৫ সালে সাজা প্রাপ্ত পলাতক আসামীর গ্রেফতারি পরোয়ানা জারি হলে ও খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে এক সাজা প্রাপ্ত আসামি। নোয়াখালী যুগ্ম দায়রা জজ ৩য় আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে দায়রা মামলা নাম্বার ১৯/২০১৫ (সূত্র: সি আর ২৭৫/২০১৪)১০/৫/২০১৫ এই তারিখে নুর ইসলাম জাতীয় পরিচয় পত্র নাম্বার ১৯৭২৭৫১৮৭৫০২৩৩৪৫৬ পিতা: আব্দুল হামিদ। গ্রাম: কাদির হানিফ লেবু মহাজনের বাড়ি, পোস্ট অফিস: মাইজদী নোয়াখালীর বিরুদ্ধে প্রসিকিউসন পক্ষ The Negotiable Instruments Act এর ১৩৮ ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণ হওয়ায় উপরোক্ত আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে গ্রেপ্তারি পরোয়া জারি করেন। এবং বিজ্ঞ আদালত থেকে স্মারক নং ৬৫৫ তারিখ ৩১/৫/২০১৫ ইং নোয়াখালী জেলা পুলিশ সুপার বরাবর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারী পরোয়ানার ওয়ারেন্টের কপি পাঠান। সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে গ্রেফতারি পরোনা জারি হওয়ার পর উক্ত আসামী বিদেশে পালিয়ে যায়। দীর্ঘ সময় বিদেশে থাকার পর দেশে এসে বাড়িতে অবস্থান করছে ও
এবং মাইজদী শহর সহ বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছে।
এদিকে মামলার বাদী কবির আহমদ উপরোক্ত পলাতক সাজাপ্রাপ্ত আসামি খোঁজখবর নিতে তার বাড়ি গেলে আসামি বাদীকে মামলার রায় কেন করিয়েছে? এই জন্য তাকে হুমকি দিতে থাকে।
এ বিষয়ে সুধারাম থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা হলে তিনি বলেন, আসামি দীর্ঘ সময় দেশে না থাকা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জানতে পারলাম বর্তমানে এই পলাতক সাজাপ্রাপ্ত আসামি এলাকায় অবস্থান করছে অচিরেই তাকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হবে।
সচেতন মহলের দাবি, অতিশিঘ্রই এই পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ না করলে আইনের প্রতি মানুষ শ্রদ্ধা হারিয়ে ফেলবে। তাই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হোক।