প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিআর পদ্ধতিতে নির্বাচন ও ৫ দফা দাবি আদায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর  মানববন্ধন

জুনায়েদ কামাল - ব্যুরো চীফ

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবি তুলে নোয়াখালীতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার আয়োজনে নোয়াখালী টাউন হল মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণ শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা কাউছার আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি ও নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ফিরোজ আলম। 

মানববন্ধনে বক্তারা বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার উদ্যোগ মূলত একটি দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কৌশল।” সরকারের উদ্দেশে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে, জনগণ শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে বাধ্য হবে।”

বক্তারা আরও বলেন, “গণমানুষের ৫ দফা দাবি মানলে শুধু জামায়াত নয়, গোটা জাতিরই মঙ্গল হবে। এই দাবিগুলো বাস্তবায়নই সংকট থেকে মুক্তির একমাত্র পথ।” তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১। গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২। জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করা।
৩। সবার জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪। বর্তমান ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচার করা।
৫। জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুদ্দাসিসর হোসেন। জেলা শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান। জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ ওলী উল্লাহ্ প্রমুখ।

বক্তারা দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, সরকারের উদাসীনতা অব্যাহত থাকলে আন্দোলন আরও তীব্র হবে, আর গণমানুষের দাবিই হবে পরিবর্তনের অগ্নিস্ফুলিঙ্গ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়