মাল্টিমিডিয়া রিপোর্টার আশিকুর রহমান
১৪ই অক্টোবর ২০২৫ মঙ্গলবার
রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রুকিন্দীপুর ইউনিয়নে এক বর্ণাঢ্য জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোজহার আলী। সঞ্চালনায় করেন জাকের পার্টির নেতা আবু শরিফ ভাই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জয়পুরহাট জেলা সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ফৌজদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রাজশাহী বিভাগের ছাত্রী ফ্রন্টের সভানেত্রী এডভোকেট মোছাঃ মনি খাতুন শিমু, জয়পুরহাট জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোঃ আবু ইউসুফ, ব্যস্তুহারা ফ্রন্টের সভাপতি মোঃ গোলাম রসুল মজনু, তালাবা ফ্রন্টের সভাপতি মোঃ নাদিম মাহমুদ বাদল, কৃষক ফ্রন্টের সভাপতি মোঃ আবুল হোসেন, স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি গাজিউল ইসলাম, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি বাবুল আলম, বগুড়া জেলার সদস্য ও দুপচাচিয়া থানার সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রাজ্জাক
সব বক্তারাই জাকের পার্টির আদর্শ ও মানবতার বার্তা তুলে ধরে উপস্থিত জনগণের প্রতি ঐক্য, ভ্রাতৃত্ব ও নৈতিকতার আহ্বান জানান। শেষে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে জনসভা সফলভাবে সমাপ্ত হয়।