প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোয়াইনঘাটে অবৈধ বালু জব্দ ও নিলামে বিক্রি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :: মোশারফ হোসেন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাফনাউট এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫,০০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, বুধবার (১৪ ই অক্টোবর ২৫) গোয়াইনঘাট  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  রতন কুমার অধিকারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব বালু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ লক্ষ টাকায় বিক্রি করা হয়। নিলাম থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রতন কুমার অধিকারী বলেন, “সরকারি অনুমোদন ছাড়া নদী বা খাল থেকে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও নদীর ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়