নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতে এক যুগান্তকারী অগ্রগতি অর্জিত হয়েছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক এবং Centre for Advanced Research in Sciences (CARS)-এর সুপরিচিত গবেষক ড. মোঃ নুর হোসেন স্যারের নেতৃত্বে প্রতিষ্ঠিত Biological Hazard and Health Research Laboratory উদ্ভাবন করেছে দেশের প্রথম Fish, Cattle এবং Poultry-এর জন্য Probiotic, যা তৈরি হয়েছে উন্নত জাপানিজ ফর্মুলেশন ব্যবহার করে।
এই উদ্ভাবন বাংলাদেশের প্রাণিসম্পদ, মৎস্য ও কৃষি খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। বিজ্ঞাননির্ভর এই প্রোবায়োটিক প্রযুক্তি পশু ও পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজম শক্তি উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং অ্যান্টিবায়োটিক নির্ভরতা হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এর ফলে খাদ্য নিরাপত্তা ও কৃষির স্থায়িত্ব আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
উদ্ভাবিত পণ্যটি লুমিনাস গ্রুপের মাধ্যমে দেশ ও বিদেশে এক্সক্লুসিভভাবে বাজারজাত করা হবে, যা বাংলাদেশের বৈজ্ঞানিক গবেষণাকে বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিষ্ঠানটির একাধিক সূত্র জানিয়েছে, এই উদ্যোগ শুধু একটি পণ্য উদ্ভাবন নয়, বরং এটি একটি গবেষণা-নির্ভর টেকসই কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প, যা স্থানীয় খামারি ও উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।
উদ্ভাবনের মূল প্রকৌশলী অধ্যাপক ড. মোঃ নুর হোসেন বলেন,
“আমরা এমন একটি প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম হয়েছি যা প্রাণিসম্পদের প্রাকৃতিক বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। এটি অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে কাজ করবে এবং দেশের খামারি পর্যায়ে ব্যয় হ্রাস ও উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।”
লুমিনাস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব, রাকিব হোসেন জানান, শিগগিরই এই উদ্ভাবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি বাণিজ্যিক উদ্যোগ নয়, বরং বাংলাদেশের গবেষণা, প্রযুক্তি ও শিল্পখাতে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
গবেষণা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে তুলতে এই উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।