মিলন শেখ :
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বাঘেরবাজার এলাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর প্রচারপত্র ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, আসাদ, রাকিব সরকার, সোহাগ, ফারুক, আল-আমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রচারপত্রে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ‘বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ এবং সামাজিক সম্প্রীতির’ ভিত্তিতে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। তিনি গাজীপুর-৩ আসনে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।