এনামুল হক আরিফ
ব্যুরো চিফ ব্রাহ্মণবাড়িয়া
সড়কে শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনা রোধ ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালাচ্ছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান।
অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি), ট্রাফিক পুলিশের সদস্য ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যেসব যানবাহনের কাগজপত্র মেয়াদোত্তীর্ণ, যাত্রীবাহী বাসে অতিরিক্ত যাত্রী তোলা, সড়কের পাশে অবৈধ পার্কিং ও যাত্রী তুলতে যানজট সৃষ্টি করার মতো অপরাধে একাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। অভিযানে মোট ৫ হাজার ৬ শত টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সময় সরাইল বিশ্বরোড চত্বরে ঢাকা-সিলেট মহাসড়কে থেমে থাকা বাস, পিকআপ ও অটোরিকশা অপসারণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন চালক ও হেলপারদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক-শ্রমিকদের সহযোগিতা কামনা করেন।তিনি বলেন—
“মহাসড়কে যানজট ও দুর্ঘটনা রোধে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
অভিযান চলাকালে সাধারণ যাত্রীদের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা যায়। তারা জানান, সরাইল বিশ্বরোড মহাসড়কে প্রায়ই অবৈধ পার্কিং ও যাত্রী তুলতে যানবাহন থামানোর কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। এ ধরনের অভিযান নিয়মিত হলে মহাসড়ক অনেকটা শৃঙ্খলিত থাকবে।স্থানীয় পরিবহন চালকরাও প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, যারা নিয়ম মেনে গাড়ি চালান, তাদের জন্যও এই অভিযান ইতিবাচক প্রভাব ফেলবে।সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অভিযান চলমান থাকবে এবং পর্যায়ক্রমে মহাসড়কের অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টেও অনুরূপ অভিযান পরিচালনা করা হবে।
সরাইল বিশ্বরোড মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।
সরাইল বিশ্বরোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সড়কে শৃঙ্খলা আনতে ৫৬০০ টাকা জরিমানা
ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ম ফিরাতে প্রশাসনের অভিযান
অবৈধ পার্কিং ও অতিরিক্ত যাত্রীবাহী গাড়িতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
সরাইল বিশ্বরোডে সড়ক শৃঙ্খলা অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান