প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলক্ষেত–নিকুঞ্জে ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজে দুর্ঘটনার আশঙ্কা,নিরাপদ পারাপারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রাকিব ইদ্রিস

রাজধানীর ব্যস্ত প্রবেশপথ খিলক্ষেত–নিকুঞ্জ এলাকায় অবস্থিত হোটেল লা মেরিডিয়ানের সামনের ফুটওভার ব্রিজটি এখন পরিণত হয়েছে মারাত্মক ঝুঁকিপূর্ণ এক কাঠামোতে। প্রতিদিন হাজারো পথচারী—অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ—বাধ্য হয়ে ব্রিজটি ব্যবহার করছেন জীবনের ঝুঁকি নিয়ে।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির লোহার অংশ নষ্ট হয়ে গেছে, কোথাও ফাটল ধরেছে, আবার বৃষ্টির সময় উপর থেকে পানি ঝরে পড়ে নিচের পথে। কয়েক মাস আগে একটি ট্রাকের ধাক্কায় ব্রিজের কাঠামো নড়বড়ে হয়ে পড়ে, তারপর থেকে এর ঝুঁকি আরও বেড়েছে বলে জানান এলাকাবাসী।

এই পরিস্থিতিতে জীবন ও চলাচলের নিরাপত্তার দাবিতে খিলক্ষেত–নিকুঞ্জ এলাকার বাসিন্দারা শনিবার (১১ অক্টোবর) সকালে হোটেল লা মেরিডিয়ানের সামনে মানববন্ধন ও নাগরিক সমাবেশের আয়োজন করেন।

খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল মানববন্ধনে বলেন,

“এই ফুটওভার ব্রিজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। প্রশাসনকে আমরা বারবার জানিয়েছি, কিন্তু শুধু সংস্কারের প্রতিশ্রুতি পাচ্ছি। এই ব্রিজে সংস্কার নয়, নতুনভাবে নির্মাণই একমাত্র সমাধান।”

তিনি আরও বলেন,

“আমরা প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এরপর কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।”

মানববন্ধনে খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ ব্রিজটি অপসারণ করে নতুন ও নিরাপদ ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকাবাসী ব্রিজটির সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অভাবে এটি এখন জননিরাপত্তার জন্য গুরুতর হুমকিতে পরিণত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়