প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০% বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবীতে গাংনী উপজেলা শিক্ষকদের মানববন্ধন 

মোহাম্মদ সাজেদুল ইসলাম বুলুঃ

মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি মোতাবেক ২০% বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবী আদায়ের লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (১১ অক্টোবর) সকাল ১০ সময় গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা ২০% বাড়ি বাড়িভাড়া এবং ১৫ শত টাকা চিকিৎসা ভাতার দাবি আদায়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে মানববন্ধন এবং ঢাকা প্রেসক্লাবে দাবি আদায়ের  কর্মসূচিতে অবস্থান করার আহ্বান জানান।পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার নির্দেশ দেন।

এছাড়া অযৌক্তিক ভাবে ন্যক্কারজনক ও দুরভিসন্ধিমূলক ৫০০ টাকা বাড়ি ভাড়ার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, শিক্ষকেরা তার তীব্র নিন্দা  জানিয়ে ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেছেনএবং জানিয়েছেন, এই প্রজ্ঞাপন এর মাধ্যমে পুরো শিক্ষক সমাজের সাথে তামাশা করা হয়েছে।


গাংনী উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি বেদারুল আলমের সভাপতিত্বে এবং গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায়  মানববন্ধনে উপস্থিত ছিলেন, গাংনী টেকটিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সম্পাদক আল হেলাল, বাংলাদেশ শিক্ষক সমিতি গাংনী উপজেলা শাখা সভাপতি জামাল উদ্দিন, কাজীপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোখলেসুর রহমানসহ গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়