আবুল হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট
টাকার বিনিময়ে আ'লীগ নেতাদের জামিনে মুক্তি ও মামলা থেকে অব্যাহতির জন্য বিজ্ঞ আদালতে হলফনামা দাখিল করেছে মানিকগঞ্জের জুলাই যোদ্ধা সাদিকুল ইসলাম রাব্বি।এমন অভিযোগ এবং মানিকগঞ্জ জেলা শাখার এন সিপির নেতাকর্মীদের নিয়ে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহীদ রফিক সড়কের পৌর বিপনীতে অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদ তালুকদার ও যুগ্ন সমন্বয়কার অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজ লিখিত বক্তব্যে এই অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সাদিকুল ইসলাম রাব্বি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় দায়েরকৃত ৫ (১২) ২৫ নং মামলার এজাহারকারী। তিনি ওই মামলার ৯৯ নং এজাহার নামীয় আসামি সৌমিত্র সরকার মনা এবং অপর আসামি সদর থানার চান্দইর গ্রামের মোহাম্মদ বেলায়েত হোসেনের পুত্র মোহাম্মদ মাসুদ রহমানসহ আওয়ামী লীগের ৮ আসামিকে টাকার বিনিময় জামিনে মুক্ত করার জন্য বিজ্ঞ আদালতে হলফনামা দাখিল করেন।
হলফনামায় (ঘোষণাপত্র) সাদিকুল ইসলাম রাব্বি উল্লেখ করেন, ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানকারী আইনের ৩ (ক) ধারায় দায়ের করা মামলায় আসামিরা জড়িত নয়। অত্র মামলা থকে আসামীরা জামিনে মুক্তি পেলে আমার কোন আপত্তি নাই।
এক প্রশ্নের জবাবে এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী জাহিদ তালুকদার বলেন, রাব্বি নিজেই বিস্ফোরক মামলার আসামিদের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে জামিনের ব্যবস্থা করে দিচ্ছে। অথচ, এনসিপি নেতাদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।