প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংগাইরে হেযবুত তাওহিদের ফিতনা প্রতিরোধে আলোচনা সভা

আবুল হোসেন -স্পেশাল করেসপন্ডেন্ট 

মানিকগঞ্জের সিংগাইরে হেযবুত তাওহিদের বিতর্কিত কার্মকাণ্ড ও ইসলামবিরোধী অপপ্রচারের বিপক্ষে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার জামশা কাজী বাড়ি মাদরাসা হলরুমে স্থানীয় আলেম-ওলামা, ইমাম ও সাধারণ মুসল্লিদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা রমজান মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন মুফতি রিজওয়ান রফিকী।

বক্তারা বলেন, হেযবুত তাওহিদ ইসলামবিরোধী অপপ্রচার মুসলমানদের ঈমান ও সমাজের শান্তি নষ্ট করছে। তাদের বিভ্রান্তিকর বক্তব্য ও কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। পাশাপাশি প্রশাসনকে সংগঠনটির অপপ্রচার রোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

প্রধান আলোচক মুফতি রিজওয়ান রফিকী তার বক্তব্যে হেযবুত তাওহিদের কিছু ভ্রান্ত ও কুফরি মতবাদ তুলে ধরে বলেন, এই সংগঠনটির প্রকাশিত বই ও প্রচারপত্রে ইসলামবিরোধী অসংখ্য বক্তব্য রয়েছে, যা মুসলমানদের ঈমানের জন্য মারাত্মক হুমকি।

সভায় হেযবুত তাওহিদের প্রচারিত কয়েকটি ভ্রান্ত ধারণা তুলে ধরা হয়—
• পৃথিবীর সব ধর্ম ত্যাগ করা আবশ্যক, শ্রেণীহীন সমাজই প্রকৃত ইসলাম।
• বর্তমান ইসলাম খ্রিষ্টানদের বানানো, তাই তা পরিত্যাগ করতে হবে।
• ‘হেযবুত তাওহিদ’ আল্লাহর সৃষ্টি, পন্নী তাঁর মনোনীত ইমাম।
• সংগঠনের সদস্যরা নিশ্চিত জান্নাতি, তাদের মর্যাদা সাহাবা ও নবীদের চেয়েও বেশি।
• যেকোনো ধর্ম পালন করলেই জান্নাতে যাওয়া সম্ভব।
• নারী নেতৃত্ব হারাম নয়, নারীরা সর্বত্র সমানাধিকার প্রতিষ্ঠা করতে পারে।

সভায় স্থানীয় ইমাম পরিষদের সদস্য, যুব সমাজ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। বক্তারা ইসলামের প্রকৃত শিক্ষা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী যেকোনো ভ্রান্ত মতবাদকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়