মো:এমদাদুল হক
ব্যুরো প্রধান,কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির অসুস্থ নেতা-কর্মীদের খোঁজখবর নিয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি থেকে মিরপুর-ভেড়ামারা আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
শনিবার দিনব্যাপী তিনি মিরপুর উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং অসুস্থদের চিকিৎসা ও সার্বিক অবস্থার খোঁজ নেন।
এসময় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী প্রথমে মিরপুর পাইলট স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শ্রী সন্তোষ কুমার দে’র বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে তিনি মিরপুরের তারতলা এলাকায় বিএনপি নেতা ফজলু মণ্ডলের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়া নওপাড়া ইউনিয়নের বিএনপি নেতা অসুস্থ কলমের অবস্থাও জানতে যান তিনি।
অসুস্থ নেতাদের খোঁজখবর নেওয়ার পর ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন। তিনি বলেন,“দলীয় নেতা-কর্মীরাই বিএনপির প্রাণ। তাদের সুখে-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব। আমরা ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্র পুনরুদ্ধার হবেই।”
এছাড়াও উপস্থিত ছিলেন শাহীনুল ইসলাম শাহীন সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক মিরপুর উপজেলা বিএনপি, আফজাল হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক মিরপুর উপজেলা বিএনপি, মেহেদি হাসান পলাশ সাধারণ সম্পাদক পোড়াদাহ ইউনিয়ন বিএনপি , শরিফুল ইসলাম শরিফ সিনিয়র যুগ্ন আহবায়ক মিরপুর উপজেলা যুবদল, কামরুজামান কাকণ যুগ্ন সাধারণ সম্পাদক মিরপুর উপজেলা যুবদল, রেজাউল করিম রাজু মিরপুর পৌর যুবদল নেতা, মুসফিকুর রহমান সজল যুগ্ন আহ্বায়ক মিরপুর ছাত্রদলসহ স্থানীয় বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল,কৃষক দল,ও শ্রমিকদলের কয়েকশত নেতাকর্মীরা।