প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মার ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত দৌলতপুর, হুমকিতে বিদ্যুৎ লাইন ও নদী রক্ষা বাঁধ

মো:এমদাদুল হক

ব্যুরো প্রধান,কুষ্টিয়া

বন্যার পানি নামার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীতে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। প্রতিদিনই বসতভিটা, আবাদি জমি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপজেলার মরিচা ও চিলমারী ইউনিয়নের মানুষ।

ইতোমধ্যে মরিচা ইউনিয়নের উদয়নগর বিজিবি ক্যাম্পের আশপাশের চার ফসলি জমি, ফলের বাগান ও একাধিক বাড়িঘর গিলে খেয়েছে ভয়াল পদ্মা। নদীর পাড় ঘেঁষে থাকা ভারত থেকে আসা বিদ্যুৎ সঞ্চালন লাইনও এখন চরম ঝুঁকির মুখে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরিচা ইউনিয়নের ভুরকা-হাটখোলা থেকে কোলদিয়াড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে নদীর তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের বাংলাবাজার, আতারপাড়া ও উদয়নগর এলাকাতেও প্রতিদিন নদী গিলে খাচ্ছে মানুষের ঘরবাড়ি। আতঙ্কে দিন কাটাচ্ছে শত শত পরিবার।

স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন  বলেন,“পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলছে, কিন্তু ভাঙন এত তীব্র যে তা কোনো কাজেই আসছে না। দ্রুত স্থায়ী বাঁধ না হলে আমরা নিঃস্ব হয়ে রাস্তায় বসব।”

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান সরেজমিনকে বলেন,“পদ্মার পানি কমতে শুরু করায় ভাঙনের তীব্রতা বেড়েছে। জিওব্যাগ ফেলা হচ্ছে, পাশাপাশি স্থায়ী ও অস্থায়ী—দু’ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়