প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মানববন্ধন অনুষ্ঠিত

রবিউল ইসলাম সাজু, বগুড়া 

সরকার ঘোষিত বেসরকারী শিক্ষকদের জন্য ৫০০ টাকা বাড়ীভাড়া বৃদ্ধির প্রতিবাদে  বগুড়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর ও জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার  সকাল ১০ টায় জিরোপয়েন্ট সাতমাথায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশনের শহর শাখার সভাপতি প্রভাষক হেদায়েতুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার।  তিনি  বলেন, অবিলম্বে ৫০০ টাকা বাড়ি ভাড়া প্রত্যাহার করে পারসেন্টে বাড়ি ভাড়া দিতে হবে। বেসরকারি শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। সরকারি নিয়মে চিকিৎসা ভাতা দিতে হবে। পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান করতে হবে। অনতিবিলম্বে এই যৌক্তিক দাবী সমুহ না মানা হলে শিক্ষক সমাজকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের শহর শাখার উপদেষ্টা অধ্যাপক রফিকুল আলম, শহর সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ,  অধ্যাপক আবুবকর সিদ্দিক, অধ্যাপক আব্দুল ওয়াহাব, অধ্যক্ষ মাওলানা রুস্তম আলী,  মোঃ জাহাঙ্গীর আলম, ড.আবু সালেহ মামুন, ড.  আব্দুল বারী রশিদী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আমোয়ারুজ্জামান, মাওলানা আব্দুল মোমিন, মাওলানা আব্দুর রউফ, ফরিদুল ইসলাম, রবিউল ইসলাম সাজু, শবনম মোস্তারী, রেজাউল করিমসহ শিক্ষক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড.   শফিকুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়