বাদশা আলমগীর, স্টাফ রিপোর্টার
আধুনিক প্রযুক্তি নির্ভর অর্থনীতির যুগে কুষ্টিয়ায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন–এর কুষ্টিয়া জেলা শাখা। স্থানীয় ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, মানসম্মত সেবা প্রদান ও প্রযুক্তি নির্ভর ব্যবসা সম্প্রসারণের অঙ্গীকার নিয়ে শনিবার (১১ অক্টোবর) সকালে শহরের খেয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সংগঠনটির আত্মপ্রকাশ ও আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কামাল হোসেন ও রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল হক পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রাজীব এবং কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন ঝিনাইদহ জেলা কমিটির প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল।
অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা। পরে ঘোষণা করা হয় ২৫ সদস্য বিশিষ্ট নবগঠিত জেলা কমিটি—যার সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমেদ আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব সম্পন্ন হয়। এরপর সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে ইলেকট্রনিক্স খাত একটি সম্ভাবনাময় ক্ষেত্র। কুষ্টিয়ার ব্যবসায়ীদের এই উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয়।
সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক তাঁর বক্তব্যে বলেন, আমরা সকল ব্যবসায়ীকে একতাবদ্ধ থাকতে হবে। একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বী নয়, সহযোদ্ধা হিসেবে দেখতে হবে। কেউ ব্যক্তিগত স্বার্থে কোম্পানির সঙ্গে গোপন সমঝোতা করে অন্য ব্যবসায়ীকে বিপদে ফেলবে না—এটা আমাদের নৈতিক অঙ্গীকার হওয়া উচিত। আমরা যদি নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে পারি, তাহলে কোম্পানিগুলোও আমাদের স্বার্থের বাইরে যেতে পারবে না।
নবগঠিত জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলী বলেন, “আমরা চাই ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে ব্যবসায়ীদের অধিকার রক্ষার পাশাপাশি ক্রেতারা পাবেন মানসম্পন্ন সেবা।
সংগঠনের নেতারা জানান, দেশের প্রতিটি জেলায় শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলে ইলেকট্রনিক্স খাতে কর্মরত ব্যবসায়ীদের দক্ষতা ও পেশাগত মান উন্নয়নে কাজ করবে এই এসোসিয়েশন।