প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কসবার কায়েমপুরে মাদকবিরোধী সংগঠনের নেতার উপর সন্ত্রাসী হামলা, এক সপ্তাহেও গ্রেফতার হয়নি কেউ

স্টাফ রিপোর্টার :শামিম আহমেদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নে মাদকবিরোধী সামাজিক সংগঠন ‘তাকবীর’ এর নেতাদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা । এ ঘটনায় আহত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সরকার ফজলে রাব্বি তারেক এবং কসবা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তানভীরুল ইসলাম শাহীন।জানা যায়, গত ৪ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাত সাড়ে নয়টার দিকে কায়েমপুর ইউনিয়নের চাটুয়াখলা এলাকায় মাদক সম্রাট বাদশা জুয়েল এর নেতৃত্বে ১০-১২ জন সশস্ত্র মাদক ব্যবসায়ী তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রামদা, চাপাতি ও লোহার রড দিয়ে দুজনকে এলোপাথাড়ি মারধর করে। এক পর্যায়ে তারেকের মাথায় পিস্তল ঠেকিয়ে তার পকেটে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় হামলাকারীরা।

হামলায় সরকার ফজলে রাব্বি তারেক গুরুতর আহত হয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম পান। তানভীরুল ইসলাম শাহীনও পায়ে ও শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তারা কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।এ ঘটনায় ওই রাতেই মাদক সম্রাট বাদশা জুয়েলসহ কয়েকজনকে আসামি করে কসবা থানায় মামলা (নং-০৭) দায়ের করা হয়। অভিযোগ রয়েছে, বাদশা জুয়েল এর বিরুদ্ধে মাদক, অপহরণ, খুনসহ প্রায় ২৩টি মামলা রয়েছে, যার মধ্যে কসবার আলোচিত শাওন হত্যা মামলাও অন্তর্ভুক্ত।

সরকার ফজলে রাব্বি তারেক জানান, এই হামলা ছিলো আমাদের হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিত। আমাদের সংগঠন ‘তাকবীর’ দীর্ঘদিন ধরে ইউনিয়নে মাদকবিরোধী আন্দোলন চালিয়ে আসছে। এতে ক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ীরা আমাদের উপর হামলা চালায়।তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়েরের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বরং বাদশা জুয়েল আমাদেরকে শাওনের মতো হত্যা করার হুমকি দিচ্ছে এবং ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমাদের সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।

এদিকে কায়েমপুর ও আশপাশের এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।সরকার ফজলে রাব্বি তারেক সংবাদমাধ্যমের মাধ্যমে মাননীয় পুলিশ সুপার, আইজিপি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের অনুরোধ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়