নুর আহাম্মদ মিলন, লক্ষীপুর জেলা প্রতিনিধি
লক্ষীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের প্রেস ব্রিফিং অনুষ্ঠান (বৃহস্পতিবার) ৯ অক্টোবর ২০২৫ ইং তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
এছাড়া জেলা সিভিল সার্জন মো. আবু হাসান শাহীন টিকাদান কর্মসূচি নিয়ে বিস্তারিত ধারণা দিয়ে বলেন ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কমবয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমন পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। ১২ অক্টোবর থেকে শুরু হয়ে মাসব্যাপী এই কর্মসূচি চলবে। জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে নিকটস্থ কম্পিউটার দোকান অথবা নিজের মোবাইল থেকে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। উক্ত রেজিষ্ট্রেশন কার্ড দেখিয়ে টাইফয়েড টিকা ইনজেকশন দিতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান অথবা নিকটস্থ টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া যাবে ।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা।