রাকিব ইদ্রিস
ঢাকা-১৮ আসনের (উত্তরা, দক্ষিণখান, উত্তরখান, তুরাগ ও খিলক্ষেত) প্রকৌশলীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।
সভায় তিনি বলেন, “শুধু দক্ষতা দিয়ে উন্নয়ন সম্ভব নয়; দেশের অগ্রযাত্রা টেকসই করতে হলে সততা ও দক্ষতার সমন্বয় জরুরি।” তিনি আরও বলেন, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পার হলেও বাংলাদেশ এখনো ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতে পারেনি মূলত দুর্নীতি ও অপব্যবস্থাপনার কারণে।
অধ্যক্ষ আশরাফুল হক মনে করেন, তরুণ প্রজন্ম ও শিক্ষিত জনগোষ্ঠীই দেশের রাজনীতিতে নতুন ধারা আনতে সক্ষম। তিনি বলেন, “আমরা এমন এক রাজনীতি গড়তে চাই, যেখানে সততা, দক্ষতা ও উন্নয়ন একসঙ্গে পথচলা করবে।”
সভায় তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনের আওতাভুক্ত নতুন ওয়ার্ডগুলোর হোল্ডিং ট্যাক্স মওকুফ বা নামমাত্র পর্যায়ে নির্ধারণ করা হবে, এবং এলাকায় কোনো কাঁচা রাস্তা অবশিষ্ট থাকবে না। শিক্ষা খাতের উন্নয়নে তার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় শিক্ষাক্রম আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
এছাড়া তিনি জানান, পূর্ববর্তী সময়ে বন্ধ হয়ে যাওয়া হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে, এবং উত্তরাকে একটি নিরাপদ, আধুনিক ও মডেল শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য তার রয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা জোন জামায়াতের পরিচালক জামাল উদ্দিন ভূঁইয়া, উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান এবং তুরাগ মধ্য থানা নায়েবে আমির কামরুল হাসান।
এছাড়া ইঞ্জিনিয়ারস ফোরামের সভাপতি ইঞ্জি কাজী আবিদ হাসান সিদ্দিকী, ইঞ্জি আব্দুল আজিজ, ইঞ্জি সফি উদ্দিন, ইঞ্জি তালহা জুবায়ের, ইঞ্জি আকমল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
অনুষ্ঠানে উত্তরায় বসবাসরত প্রায় দুই শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।