মুকুল হোসেন, সিরাজগঞ্জ:
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালের পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুলবাড়িয়া বাজারে হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বাজার গোলচত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোলচত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “পবিত্র কুরআন অবমাননার মতো নিন্দনীয় কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অন্যায় করার সাহস না পায়।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হিলফুল ফুজুল সংগঠনের উপদেষ্টা মুফতি আমিনুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন —
মুফতি শিব্বীর আহমেদ সাইদ, মুহাদ্দিস, আলিমপুর মাদ্রাসা;
মুফতি মিজানুর রহমান, শিক্ষক, আলিপুর মাদ্রাসা;
মাওলানা আব্দুল আলিম, প্রফেসর, বাগবাটি আল মাহমুদ ডিগ্রি কলেজ;
ও মাহবুব আলম, সদস্য, হিলফুল ফুজুল সংগঠন।
সমাবেশে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ ব্যাপক উপস্থিতি ছিলেন।