প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ার কৃতি সন্তান ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর সঙ্গে আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ

কুষ্টিয়া প্রতিনিধি: এস,এম, বাদল 
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর সঙ্গে কুষ্টিয়ার আইনজীবীদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া জেলার তার গ্রামের বাড়িতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদসহ জেলার প্রবীণ ও নবীন আইনজীবীবৃন্দ।
সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের চলমান আইন-আদালত ব্যবস্থা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, এবং আইনজীবীদের কল্যাণে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “কুষ্টিয়া আমার জন্মভূমি—এই মাটির টান আজও আমাকে টানে। এখানকার মানুষের প্রতি আমার ভালোবাসা ও দায়বদ্ধতা আজীবন বহন করে যাব।” তিনি আরও বলেন, “কুষ্টিয়ার আইনজীবীরা দেশের বিভিন্ন প্রান্তে ন্যায়বিচার প্রতিষ্ঠায় যে নিষ্ঠা ও পেশাদারিত্ব দেখাচ্ছেন, তা প্রশংসার দাবিদার।”
সাক্ষাৎ শেষে উপস্থিত আইনজীবীরা ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনে আরও সফলতা কামনা করেন।
এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে স্থানীয় আইনজীবী মহলে উচ্ছ্বাস ও গর্বের সঞ্চার হয়। কুষ্টিয়ার আইনজীবীরা এমন কৃতি সন্তানকে নিয়ে নিজেদের গর্ব প্রকাশ করেন এবং তাঁর পদাঙ্ক অনুসরণে অনুপ্রেরণা লাভের আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়