প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাকসামে বিশিষ্ট নাগরিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

হামিদুল ইসলাম, 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি। 

কুমিল্লার লাকসামে জুলাই সনদের আইনি ভিত্তি, পি.আর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে  বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ অক্টোবর (বৃহস্পতিবার) পৌর শহরের গ্রীন ক্যাসেল রেস্টুরেন্টের হল রুমে সভাটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা ও পৌরসভা শাখা। 

লাকসাম পৌরসভা আমির জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মো. মাসুম।

উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সাল ও পৌরসভা সেক্রেটারি মাও. শহীদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দক্ষিণ আমির মুহাম্মদ শাহজাহান এডভোকেট, কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি ও কুমিল্লা ৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. সৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দিন সিদ্দিকি, লাকসাম উপজেলা আমির হাফেজ জহিরুল ইসলাম এবং কুমিল্লা জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট বদিউল আলম সুজন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সংসদের টাকা খরচ করে সংসদে যে কেউ প্রবেশ করতে পারবে না। পি.আর পদ্ধতি হলে নর্তকীরা সংসদে গান গাইতে পারবে না।”

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দল এখন পি.আর পদ্ধতির পক্ষে মত দিচ্ছে। জনগণের আশাতীত প্রত্যাশা জামায়াতে ইসলামীর প্রতি তৈরি হয়েছে—বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন পর্যবেক্ষণ করলেই তা বোঝা যায়।

মাওলানা মাসুম আরও বলেন, জুলাইয়ের ৩৬ দিনব্যাপী মাদরাসা ছাত্র, শিবির, ছাত্র জনতা ও ইসলামি আন্দোলনের কর্মীদের আন্দোলনের কারণেই দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় থেকে বস্তুবাদী শিক্ষা বাতিল এবং “মানিক মার্কা” বিচার ব্যবস্থা সংস্কার করা হবে বলে তিনি ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়