মোঃ আব্দুল আওয়াল, রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতারণার শিকার হয়েছে নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রী আরেক ছাত্রীর দ্বারা। এ ঘটনায় বুধবার (৮ অক্টোবর) সকালে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী ওই ছাত্রী।
এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য খুব শীঘ্রই তলব করা হবে বলে জানান তদন্তকারী কর্মকর্তা এএসআই নজরুল ইসলাম।
জানা যায়, প্রতারণার ঘটনা প্রকাশের পর ভুক্তভোগী নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীর প্রতারণার বিষয়টি সামনে আসে। বাদি-বিবাদি দুই শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জ বিজয় নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী।
অভিযোগ সুত্রে জানা যায়, বিজয় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহানারা খাতুন লাভলী (২৪), সহপাঠী মেহেরুন নেসা স্বর্না (২৩) এর ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলে। এবং ইব্রাহিম শিকদার নামে এক প্রবাসী যুবকের সাথে প্রেমের অভিনয় শুরু করে। এক পর্যায়ে অন্তরংগ সম্পর্ক হলে, ১০ হাজার টাকা কৌশলে বাগিয়ে নেয় প্রবাসী ওই যুবকের নিকট থেকে।
ভুক্তভোগী শিক্ষার্থী মেহেরুন নেসা স্বর্না চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাঠানপাড়া মহল্লার আরফান আলীর স্ত্রী।
অপরদিকে, অভিযুক্ত শিক্ষার্থী লাভলী পৌর এলাকার আরামবাগ মহল্লার শাহাদাৎ হোসেন লিটনের কন্যা।
ভুক্তভোগী স্বর্না জানান, আমার বান্ধবী লাভলী আমার এত বড় সর্বনাশ করবে আমি ভাবতেও পারিনি। আমার ছবি ব্যবহার করে হটসএপ নম্বর খুলে ইব্রাহিম শিকদার নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ও কৌশলে তার কাছ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়।
এতে ওই যুবক ইব্রাহিম শিকদার ক্ষিপ্ত হয়ে হোয়াটস্ এ্যাপে থাকা আমার ছবি দিয়ে ফেসবুক সহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় কু-রুচি পূর্ন মন্তব্য করে পোস্ট করছে। যার কারনে আমি, সমাজে ও আমার স্বামীর কাছে হেয়প্রতিপন্য হইতেছি। আমি থানায় অভিযোগ করেছি আইনের মাধ্যমে তার উপযুক্ত শাস্তি দাবি করছি।
এধরনের নারীর সাজা-শাস্তি না হলে আবার অন্য কোনো নারী/পুরুষের সাথে প্রতারণা করবে। অন্য প্রতারকরাও প্রতারণা করতে উদ্বুদ্ধ হবে বলেও জানান ভুক্তভোগী স্বর্না।
অনুসন্ধানে জানা যায়, প্রতিনিয়ত প্রভাবশালী ছেলেদের সাথে প্রেমের অভিনয় করে সুকৌশলে টাকা পয়সা সহ সুবিধা আদায় করে থাকে সুচতুর লাভলী।
নাম প্রকাশ না করার শর্তে একজন চাকুরীজীবি জানান, লাভলী একসময় আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। ভালোবাসা গভীর হলে দুর্বলতার সুযোগে আমার কাছ থেকে ৪ টি এটিএম কার্ড হাতিয়ে নিয়ে কোর্ড জেনে টাকা উঠিয়ে নিয়ে অন্য ছেলের সঙ্গে আমদ-ফুর্তি করে। আমার সাথে প্রতারণা করছে বিষয়টি উপলব্ধি করতে পেরে, আমি লাভলীর রাহুমুক্ত হই।
শুধু আমার সাথে নয় অনেক ছেলের সাথেই প্রতারণা করেছে ধুরন্ধর মেয়ে লাভলী। উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন বলেও জানান তিনি।
এবিষয়ে জানতে অভিযুক্ত লাভলীর মুঠোফোনে বার বার ফোন দিয়ে বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। বিষয়টি জানাজানির পর তিনি মুঠোফোন বন্ধ রেখেছেন বলে জানা যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিউর রহমান জানান, স্বর্না নামে একজন শিক্ষার্থী তার বান্ধবী লাভলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলো তবে পরবর্তীতে প্রত্যাহার করেছে। কি কারনে অভিযোগ প্রত্যাহার করেছে আমার জানা নাই।