প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীবরদীতে ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের সাক্ষাৎকার প্রচার

জান্নাতুল বাকী রিপোর্ট 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি নিউজকে দেওয়া দুই পর্বের এক্সক্লুসিভ সাক্ষাৎকার জনসাধারণের কাছে তুলে ধরতে শেরপুর জেলার শ্রীবরদীতে প্রজেক্টরের মাধ্যমে প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে এ আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুকনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফিসহ বিএনপি, যুবদল, কৃষকদল, তাতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, জনসাধারণের কাছে দলীয় আদর্শ ও নেতৃত্বের বার্তা পৌঁছে দিতে এই প্রচার কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়