প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওপাড়া ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানালেন নেতাকর্মীরা

মোঃ রাকিবুল ইসলাম

রাজশাহী জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১ নং নওপাড়া ইউনিয়ন শাখার নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানাতে এক উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ৩টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার ১ নং নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ইউনিয়নের হাজারো নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকায় সজ্জিত মাঠে অংশগ্রহণ করেন। পুরো মাঠ জুড়ে ছিল বিজয়ের স্লোগান, প্রাণের উচ্ছ্বাস আর দলীয় ঐক্যের অনন্য দৃশ্য।

অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলামের সঞ্চালনায় ও সাবেক সেনা সদস্য ইয়াচিন আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী মাস্টার। 

এসময় বক্তারা বলেন, নবগঠিত এই কমিটি তৃণমূল বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই কমিটি অগ্রণী ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি ঐক্য, সততা ও ত্যাগের মনোভাবে কাজ করার আহ্বান জানান এবং তাদের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আহমেদ স্বপন, নওপাড়া ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ, ৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি শাহ আলম চৌধুরী, সাবেক সভাপতি তাজিমউদ্দিন, সাবেক মেম্বার বাবুল, সাবেক মেম্বার আব্দুল কাদের, বর্তমান মেম্বার ইসলামসহ ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান মিলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়