প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ১০:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জনের মাধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

কুষ্টিয়া প্রতিনিধি :এস এম বাদল 


কুষ্টিয়ায় শারদীয় দুর্গোৎসব বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার পর দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। জেলার বিভিন্ন পূজা মণ্ডপ থেকে ভক্তরা শোভাযাত্রার মাধ্যমে প্রতিমাগুলো নিয়ে যান কাছাকাছি নদী ও পুকুরে। সন্ধ্যার পর থেকে বিসর্জনের কাজ শুরু হয় এবং গভীর রাত পর্যন্ত তা চলে নির্বিঘ্নে।
জানা যায়, পূজার শেষ দিন সকাল থেকেই ভক্তরা বিসর্জনের প্রস্তুতি নেন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি এবং স্থানীয়দের সহযোগিতায় কুষ্টিয়া জেলার সব পূজা মণ্ডপে আনন্দঘন পরিবেশে বিসর্জন সম্পন্ন হয়। সর্বত্র ছিল উৎসবমুখরতা ও ভক্তিমূলক আবহ।
বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। তারা সার্বিক পরিস্থিতির আপডেট তথ্য সংগ্রহে কাজ করেছেন।
এবারের দুর্গোৎসব ঘিরে কুষ্টিয়ায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের তত্ত্বাবধানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত হওয়ায় হিন্দু সম্প্রদায় স্বস্তি ও শান্তিপূর্ণভাবে তাদের শ্রেষ্ঠ উৎসব উদযাপন করতে সক্ষম হয়েছে।
কুষ্টিয়ার দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
হিন্দু-মুসলিম ভ্রাতৃত্বের মেলবন্ধনে এবারের দুর্গোৎসব কুষ্টিয়ায় পরিণত হয়েছে এক মনোমুগ্ধকর উৎসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়