প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে সহিংসতা: তিন মামলা, আসামি সহস্রাধিক অজ্ঞাত ব্যক্তি

ছবিঃ সংগ্রহীত।

নিউজ ডেস্কঃ 

খাগড়াছড়ির গুইমারা ও সদর উপজেলায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে। এসব মামলায় এক হাজারেরও বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণ

  • গুইমারা থানা: দুটি মামলা দায়ের হয়েছে।

    • একটি হত্যা মামলায় শতাধিক অজ্ঞাত ব্যক্তি আসামি।

    • আরেকটি মামলায় সহিংসতা, হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে ২৫০–৩০০ জনকে আসামি করা হয়েছে।

    • মামলার বাদী গুইমারা থানার এসআই সোহেল রানা।

  • খাগড়াছড়ি সদর থানা: একটি মামলা দায়ের হয়েছে।

    • এখানে ৬০০–৭০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

    • অভিযোগে হত্যা, ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং ১৪৪ ধারা ভঙ্গ করে দাঙ্গা সৃষ্টির কথা উল্লেখ আছে।

ঘটনার পটভূমি

২৮ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। পরে ধানক্ষেত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরে সংঘর্ষের ঘটনাও ঘটে।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানিয়েছেন, নিহত বা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে কোনো মামলা না হওয়ায় পুলিশই বাদী হয়ে মামলা দায়ের করেছে।

উত্তেজনার সূত্রপাত

২৩ সেপ্টেম্বর রাতে এক মারমা কিশোরী ধর্ষণের অভিযোগের জেরে জুম্ম ছাত্র–জনতা অবরোধ কর্মসূচি পালন করে। এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরে তিন সদস্যের চিকিৎসক দল ভিকটিমের শরীরে ধর্ষণের কোনো আলামত পায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়