
মো. সোহেল গাজী
বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পূজামণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
গতকাল ০১/ ১০/ ২০২৫ ইং রাতে বাউফল কালীবাড়ি মন্দিরে প্রথমে রাত ৮টার দিকে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ মুনির হোসেন। এ সময় তিনি বলেন, “পি আর পদ্ধতিতে নির্বাচন হলো সাধারণ মানুষের সাথে ধোঁকাবাজি। বাংলাদেশের জনগণ এই পদ্ধতির নির্বাচন কখনোই মেনে নেবে না।”
পরে রাত ৯টার দিকে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডঃ শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, “ইসলামের দৃষ্টিতে যে যেই ধর্মই পালন করি না কেন, দিন শেষে আমরা সবাই মানুষ। তাই আমরা সবাই মিলে বাউফলকে সুন্দর করে গড়ে তুলতে চাই।”
এরপর রাত ১০টার দিকে শুভেচ্ছা বিনিময় করেন বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার। তিনি বলেন, “বাউফলের মানুষ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে। এখানে সন্ত্রাস, চাঁদাবাজ কিংবা মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। দলের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে তবে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে।”
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ দুর্গোৎসবের সফলতা কামনা করেন এবং এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।