
মুকুল হোসেন
বাংলার হাজার বছরের ঐতিহ্যের অংশ দুর্গাপূজা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও আজ তা সকলের উৎসবে পরিণত হয়েছে। সেই আনন্দ-ঐক্যের বন্ধনে শরিক হতে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও আংশিক সদর) আসনের ট্রাক প্রতীক মার্কার এমপি প্রার্থী ও জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব সর্নালী খাতুন ২ অক্টোবর রোজ বুধবার বিকেলে ঘুরে বেড়ান সিরাজগঞ্জ ১ কাজিপুর, সদর আংশিক আসনের বিভিন্ন পূজা মন্ডপে।
পরিদর্শনের সময় তিনি প্রতিটি মন্ডপে হিন্দু ধর্মাবলম্বী পূজার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শিশু, নারী, প্রবীণ—সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন।
তার বক্তব্যে সর্নালী খাতুন বলেন,
“দুর্গার আগমনে আমাদের সমাজে যে আনন্দ, ঐক্য ও সৌহার্দ্যের স্রোত বইতে শুরু করে, তা সত্যিই আমাদের সংস্কৃতির গর্ব। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি হিন্দু ভাই-বোনদের চেতনাকে ধারণ করে। আমি একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে সব ধর্ম-বর্ণের মানুষের জন্য সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা যেন নির্বিঘ্নে, আনন্দের সাথে এবং নিরাপত্তার মধ্যে দুর্গাপূজা উদযাপন করতে পারেন—সেটিই আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন
“আলহামদুলিল্লাহ, কাজিপুর ও সিরাজগঞ্জ-১ আংশিক সদর এলাকার সব পূজা মন্ডপে গিয়েছি। প্রতিটি মন্ডপে গিয়ে মানুষের আনন্দে শরিক হয়েছি এবং তাদের উৎসাহ দিতে পেরে সত্যিই আমি আনন্দিত।”
স্থানীয় পূজারীরা তার এ শুভেচ্ছা বার্তা ও উপস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। অনেকেই জানান, রাজনৈতিক প্রার্থীরা যখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে দাঁড়ান, তখন সমাজে শান্তি ও সম্প্রীতি আরও দৃঢ় হয়।
সিরাজগঞ্জের বিভিন্ন মন্ডপে এবারও দুর্গোৎসব পালন হচ্ছে উৎসবমুখর পরিবেশে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক-সামাজিক নেতাদের এমন আন্তরিক উপস্থিতি উৎসবকে করেছে আরও প্রাণবন্ত।