প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ১২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে কৃষকদের মুখে হাসি বিনামূল্যে বীজ-সার পেলো ৮৪০ জন

হাফিজুর রহমান গাজীপুর 

সূর্য তখন মাথার ওপরে, কালীগঞ্জ উপজেলা চত্বরে সাজ সাজ রব। কৃষকের চোখে স্বপ্ন, হাতে বীজ আর সারের থলে। এক টুকরো আশার বার্তা নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাজির হয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দুয়ারে। মাঠে আর বসতবাড়িতে আগাম শীতকালীন সবজি চাষের জন্য, ৮৪০ জন কৃষককে দেওয়া হয় লাউ, শসা, কুমড়া, বেগুন, আর নানা শাকের বীজ, সঙ্গে ১০ কেজি ডিএপি ও এমওপি সার। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, আর উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আক্তারুজ্জামান। ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনায় যেন কৃষকের জমিতে ফলত সোনালি স্বপ্ন, আর ঘরে ফিরে আসে সবুজের হাসি—এই ছিল মূল প্রত্যাশা। কৃষকের মুখে তখন একটাই কথা—"এবার আশায় বুক বাঁধি, বীজ দিলো সরকার, ফল ফলবে ঘরে ঘরে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়