প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১০৭৪ কেজি পলিথিন জব্দ জরিমানা আদায়

মোঃ রিপন হাওলাদার:

পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুসারে মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর কর্তৃক একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণে ০২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৪টি মামলার মাধ্যমে মোট ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ১ হাজার ৭৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়াও বাজার ও সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক এবং সাধারণ জনগণকে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।

একই দিনে ঢাকা মহানগরের মিরপুর বাংলা কলেজ এলাকায় যানবাহনের মানমাত্রাতিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ০৫টি মামলার মাধ্যমে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি পরিবহনের চালককে সতর্ক করা হয়।

এছাড়া শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে ঢাকার খিলক্ষেত, বনানী ও মিরপুর এলাকা এবং নারায়ণগঞ্জ ও রাজবাড়ী জেলায় ০৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ১৯টি মামলার মাধ্যমে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি কয়েকজন চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়