প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাকসামের বর্ষীয়ান রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক দয়াল মারা গেছেন

হামিদুল ইসলাম, 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

দক্ষিণ কুমিল্লার বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক বৃহত্তর লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক দয়াল আর নেই।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মুক্তিযুদ্ধ চলাকালে তিনি সম্মুখ সমরে অংশ নিয়ে অসীম সাহসিকতার পরিচয় দেন। স্বাধীনতার পর তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন এবং দীর্ঘ সময় বৃহত্তর লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জনগণের আস্থা, ভালোবাসা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত থেকে তিনি সর্বস্তরের মানুষের কাছে হয়ে ওঠেন প্রিয় মুখ।

পারিবারিক সূত্র জানায়, মরহুমের প্রথম জানাজা আজ মঙ্গলবার বাদ জোহর লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং বাদ আসর মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক দয়ালের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

লাকসাম ও দক্ষিণ কুমিল্লার বিভিন্ন স্থানে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মহান আল্লাহ তাআলা মরহুম বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক দয়ালকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন—এই প্রার্থনা সকলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়