প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোরশায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন

জলাশ পাহান 

নওগাঁর পোরশায় যেন চারদিকে উৎসবের রঙ লেগেছে। ঢাকের বাজনা, বেলুন, আলোকসজ্জা আর মানুষের মুখে মুখে শুধুই আনন্দের গল্প। ধর্ম যার যার, কিন্তু উৎসবটা সবার—এই বিশ্বাসেই শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গাপূজা।

উপজেলার ১৭টি পূজামণ্ডপে ইতোমধ্যে প্রাণের ছোঁয়া লেগেছে। সন্ধ্যা নামতেই প্রতিটি  মন্দিরের অলিগলিতে মানুষের ঢল নামে। একদিকে ঢোল-কাশির শব্দ, অন্যদিকে সিঁদুরের রঙে রাঙা মুখগুলো যেন বলে দিচ্ছে—এখানে নেই কোনো ভয়, নেই কোনো বিভেদ।

সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেন পূজামণ্ডপগুলো। উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও ট্যাগ অফিসার মোঃ হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. জাঙ্গীর আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু শাহাদাৎ এনামুল হক প্রমুখ।

তারা প্রতিটি পূজামণ্ডপে গিয়ে কথা বলেন স্থানীয় সভাপতি-সেক্রেটারিদের সঙ্গে, খোঁজ নেন নিরাপত্তার, শান্তি-শৃঙ্খলার। এক পর্যায়ে মোঃ হুমায়ুন কবির বলেন,
“পোরশায় পূজা মানেই মিলনমেলা। এখানে ধর্ম-বর্ণ দেখে না কেউ। সবাই মিলে আনন্দ ভাগ করে নেই। আমরা চাই, সবাই নিরাপদ থাকুক, নিশ্চিন্তে উৎসব পালন করুক।”

তিনি আরও বলেন,
“এখানে আমরা একে অন্যের বিপদে পাশে দাঁড়াই। উৎসবে শুধু আলোকসজ্জা নয়, আমরা চাই একে অপরের মুখেও হাসি ফোটাতে। পূজা হোক মানবিকতার বার্তা।”

পোরশায় দুর্গাপূজা যেন শুধুই মূর্তি গড়ার উৎসব নয়, বরং এক টুকরো ভালোবাসা, সম্প্রীতি আর মানুষে-মানুষে বন্ধনের গল্প। এই গল্পে রাজনীতির কোনো স্থান নেই, আছে কেবল হৃদয়ের স্পন্দন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়