
হাফিজুর রহমান গাজীপুর
আমরা যখন ব্যস্ত জীবনযাপনের ক্লান্ত ছায়ায় হাঁপিয়ে উঠি, তখনও এই দেশে কিছু মানুষ নীরবে কাজ করে যান ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার জন্য। গাজীপুরে শুরু হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ যাত্রা—টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫। লক্ষ্য একটিই—৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ১১ লক্ষ শিশুকে টাইফয়েডের করাল গ্রাস থেকে রক্ষা করা। এই শিশুরাই তো আগামী দিনের বাংলাদেশ গড়বে, তাদের সুস্থতা মানেই জাতির অগ্রগতি। সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান যখন ঘোষণা দেন, “নিবন্ধন না থাকলেও কোনো শিশুকে টিকা থেকে বঞ্চিত করা হবে না”—তখন বোঝা যায়, এ লড়াই কেবল ব্যাধির বিরুদ্ধে নয়, এটি এক মানবিক দায়বদ্ধতার প্রতিফলন। ‘জীবিকার চেয়ে জীবন বড়, শিশুর টিকা নিশ্চিত করো’—এই প্রতিপাদ্য যেন আমাদের সবার অন্তরে আলো জ্বালায়। সভায় উঠে এসেছে টাইফয়েডের ভয়াবহতা, এর বিস্তার ও প্রতিরোধের পদ্ধতি—শুধু তথ্য নয়, ছিল ভালোবাসা, দায়িত্ববোধ আর সমাজ গঠনের দৃঢ় সংকল্প। সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, নীতিনির্ধারক—সবাই যেন একত্রিত হয়েছেন একটি শপথে, "টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেঁধে"। প্রতিটি শিশুর হাসি, প্রতিটি অভিভাবকের শান্তি আর প্রতিটি স্বাস্থ্যকর্মীর নিষ্ঠা যেন মিলেমিশে গড়ে তোলে এক টেকসই নিরাপদ ভবিষ্যৎ—যেখানে রোগ নয়, থাকবে আশা; থাকবে আগামীর প্রতিশ্রুতি।