প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে পূজা কার্যক্রম নির্বিঘ্ন করতে মতবিনিময়

জান্নাতুল বাকী রিপোর্টার শেরপুর 
‎শেরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন শেরপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

‎ শহরের একটি স্থানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর সদর থানা সেক্রেটারি ডা. হাসানুজ্জামানসহ জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎সভায় বক্তারা বলেন,  তাই সামাজিক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করা প্রত্যেকের দায়িত্ব। পূজা মণ্ডপে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য।

‎মতবিনিময় শেষে পূজা উদযাপন ফ্রন্টের নেতারা নির্বিঘ্ন পূজা আয়োজনের বিষয়ে বিভিন্ন দাবি-দাওয়ার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়