
জান্নাতুল বাকী রিপোর্টার শেরপুর
শেরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন শেরপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
শহরের একটি স্থানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর সদর থানা সেক্রেটারি ডা. হাসানুজ্জামানসহ জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, তাই সামাজিক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করা প্রত্যেকের দায়িত্ব। পূজা মণ্ডপে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য।
মতবিনিময় শেষে পূজা উদযাপন ফ্রন্টের নেতারা নির্বিঘ্ন পূজা আয়োজনের বিষয়ে বিভিন্ন দাবি-দাওয়ার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন