
কাতিক ঘোষ (স্টাফ রিপোর্টার) ঃ
ঢাকা জেলার ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ এর কোম্পানি কমান্ডার মোঃ নাজমুল ইসলাম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি ধামরাই পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা মণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
র্যাবের এই কর্মকর্তা জানান, পূজা উদ্যাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে র্যাব ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমও অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজাকে ঘিরে কেউ যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।"
পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ র্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকার কারণে উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে।