মু. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা (পটুয়াখালী) থেকেঃ
সনাতন ধর্মাম্বলীদের সর্ব বৃহত্তর শারদীয় দূর্গা পূজার মহাষষ্ঠীর প্রারাম্ভে প্রতিটি পূজা মন্ডপে শঙ্খের মঙ্গল ধ্বনি, উলু ও ঢাকের বাদ্র্র্যে যন্ত্রের শুভ-লগ্নে-দূর্গতি নাশিনী, আনন্দমরী ও অসুর বিনাশিনী-মর্তে অশুভ বিনাশ করে শান্তি প্রতিষ্ঠায় মানবকুলে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি বন্ধনে জাগ্নত হোক বিশ্ব মানবতা এবং কল্যাণ হউক মানবের। শুভ মহাষষ্ঠী-দূর্গা দেবীর বোধন, আমন্ত্রন ও অধিবাসের মধ্য দিয়ে ১১-আশ্বিন প্রভাত থেকে ষষ্ঠী-ঘঃ-১১-১১-৫১ পর্যন্ত ষষ্ঠাদি কল্পারম্ভ এর আনুষ্ঠানিকতায় শুরু হয়েছে শারদীয় উৎসব দূর্গা পূজা।
গলাচিপা উপজেলার কেন্দ্রীয় কালি মন্দির আঙ্গিনায়-মন্দিরের পুরহীত বাসুদেবব চ্যাটার্জি ভক্তদের উপস্থিতিতে পূজা অর্চনার শুভ সুচনা করে। মন্দির কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার বনিক, পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু গোপাল কৃষ্ণ সাহা ও মন্দির কমিটির সাধারন সম্পাদক বাবু তাপস কুমার দত্ত শারদীয় দূর্গা পূজা উৎসবে প্রশাসনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং মন্দির কমিটির স্বেচ্ছাসেবক টিম, সরকারের নির্দেশনা মেনে-সকল প্রকার আইন শৃংখলা জোরদার করনে উপজেলা প্রশাসনের টাক্সফোর্স কমিটির ভিজিটিং টিম সহ সেনাসদস্য, পুলিশ, আনসার সহ আইন শৃংখলা বাহিনী সার্বক্ষনিক মনিটরিং ব্যবস্থা নেওয়ার এবং সহযোগিতার জন্য সকলের প্রতি শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া বিএনপি, গণ-অধিকার, জামায়েতে ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দলোন বাংলাদেশ এর নেতা কর্মীরা- পৌর সদর থেকে ১২টি ইউনিয়নে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রেখে সহযোগীতার আশ্বাস প্রদান করে এবং উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তি যোদ্ধা, হাজী মোঃ সিদ্দিকুর রহমান, গণ-অধিকারের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, জামায়েতের আমীর ডাঃ জাকির হোসেন, ইসলামী শাসনতন্ত্রের নেতা মোঃ নাজমুল হুদা রিপন ও প্রেসক্লাব সভাপতি মুঃ খালিদ হোসেন মিল্টন সনাতন ধর্মাম্বলীদের শারদীয় শুভেচ্ছা জানান।